“আওয়ামী লীগ কেন জামায়াতকে নিষিদ্ধ করে নাই”

পিবিএ: রাজনৈতিক বিশ্লেষক ড. সলিমুল্লা খান বলেছেন, মাননীয় তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে এবং বিএনপি মুসলিম লীগে পরিণত হবে। তার কথা ঠিক আছে, কিন্তু আমি বলি তাহলে তো মুক্তিযুদ্ধের ব্যবসা শেষ হয়ে যাবে। আপনারা বিএনপি আর জামায়াতকে নিয়ে কথা বলতে পারবেন না। তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ কেন জামায়াতকে নিষিদ্ধ করে নাই? দয়া করে মুক্তিযুদ্ধকে আর বিক্রি করবেন না। মঙ্গলবার ডিবিসি নিউজে ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের আদর্শের জায়গা অথচ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা হইতেছে। জনগণকে শুধু চেতনার কথা বলেন। কিন্তু মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয় না। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিলো সাম্য এবং মানবিক মর্যাদা। কিন্তু সাম্য ও মানবিক মর্যাদা কোথায় এবং সামাজিক সুবিচারের কী হলো জবাব দিন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার কিন্তু এটা ছিলো না। স্বাধীনতার ৪৭ বছর পরও আমরা কিন্তু শিক্ষার বিস্তার করতে পারি নাই । আমারা উন্নয়নের কথা বলি এবং আইনের শাসনের কথা বলি কিন্তু উন্নয়ন ও আইনের শাসনের প্রকার ভেদ আছে। এ বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। সংসদে বিরোধী দলের উপস্থিতি না থাকলে এ আলোচনার সুযোগ থাকে না। কারণ নিজ দলের কেউ যদি সংসদে সমালোচনা করে তাহলে তাকে বহিষ্কার করা হতে পারে, তাই বহিষ্কারের ভয়ে সে সমালোচনা করবে না। এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না । দয়া করে মুক্তিযুদ্ধের জায়গাটাকে পরিষ্কার রাখেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...