হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র‌্যাব

পিবিএ,ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১০ এর একটি টিম। র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (০৬ আগষ্ট) র‌্যাব-১০ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকার চকবাজার থানাধীন পূর্ব ইসলামবাগ এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্য উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণ করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য আবুল খায়েরকে ১১৮(একশত আঠারো) কপি লিফলেট, ০২টি উগ্রবাদী বই, ০১টি ল্যাপটপ এবং ০৩টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে ও তার সঙ্গীরা একে অপরের যোগসাজসে গণতন্ত্রমনা জনসাধারনের নিকট বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরনের মাধ্যমে নাশকতার সৃষ্টি করে এবং নিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারনা প্রদানসহ সাধারণ ধর্মভীরু লোকদের উগ্রবাদী কর্মকান্ডে উদ্ভুদ্ধ করার অপতৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...