দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে: মেয়র খোকন

পিবিএ ঢাকা: ডেঙ্গু মোকাবিলায় সব সংস্থা এক সঙ্গে কাজ করছে, খুব দ্রুত তা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক পদযাত্রা উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র খোকন বলেন, এ ধরনের র‌্যালির মাধ্যমে জনগণ সচেতন হয়ে ওঠছেন। জনগণের সচেতনতা এবং সরকারের সকল সংস্থা প্রাণপণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। ডেঙ্গু মোকাবিলা করে একটি স্বাস্থসম্মত নিরাপদ শহর গড়ে তোলবার জন্য। সেই সঙ্গে সারা বাংলাদেশ কিভাবে ডেঙ্গুমুক্ত করা যায় সেই লক্ষ্যে সকল সংস্থা কাজ করছে।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের ঘরবাড়ির ভেতরে এডিস মশা জন্মায় এবং বংশ বিস্তার করে। আমরা যদি আমাদের নিজেদের ঘর-আঙিনাতে স্বচ্ছ পানি জমতে না দিই তাহলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। সেই সঙ্গে সরকারের সব সংস্থা নতুন আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এদেশের মানুষ ডেঙ্গু থেকে মুক্তি পাবে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...