সিরাজগঞ্জে সাংবাদিকের উপর হামলা

পিবিএ,সিরাজগঞ্জ: সাংবাদিক জেহাদুল ইসলামের উপর সন্ত্রাসীর হামলা করেছেন বলে জানা যায়। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও রির্পোটাস ইউনিটের সভাপতি পরিবার ও প্রত্যক্ষ সূত্রে জান যায়, জেহাদুল ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন করে কোরবানির পশু ক্রয় করার জন্য নগদ ৭৫ হাজার টাকাসহ সাংবাদিক রেজাউল করিম খাঁনকে সাথে নিয়ে রাস্তায় যায়।

পরে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় ওঠে প্রায় ২০ মিনিট অটোরিক্সায় থাকার পর ড্রাইভার না পেয়ে অটোরিকশা নেমে অন্য আরেকটি অটোরিকশায় উঠিতে গেলে সন্ত্রাসী ড্রাইভার মো. শাহীন বাধা দেয়। এক পর্যায়ে ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির শেষে অন্য আরেকটি রিক্সায় কাটের পুলের দিকে যাত্রা করলে পূর্বেই বাহিরকোলা মসজিদের উত্তর পাশে অবস্থান নেওয়া সেই ড্রাইভার ও আরো ৪থেকে৫ জন বুঝে উঠার আগেই রড দিয়ে বাম পায়ে বেধড়ক মারপিট করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় ডাক্তার নজরুল ইসলাম জানান,বাম পা’সহ কয়েকটি জায়গায় জখমের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও সাংগঠনিক সম্পাদক আলামগীর কবিরসহ সিরাজগঞ্জের সকল সাংবাদিক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়ে তাদের বিরুন্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েন ।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান,এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। মামলা হলে তদন্তের মাধ্যমে আমরা সন্ত্রাসীদের খুঁজে রেব করে আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও বিষয়টি নিয়ে মামলা করবেন বলে জানিয়েছেন জেহাদুল ইসলামের বড় ভাই, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।

পিবিএ/আব্দুল্লাহ আল মারুফ/বিএইচ

আরও পড়ুন...