নোয়াখালীতে মাছ ধরার নৌকা ডুবি : ৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

পিবিএ,নোয়াখালী : নোয়াখালী জেলার হাতিয়ার দক্ষিণে চর নূরুল ইসলাম এলাকায় মেঘনা নদীতে ডুবে যাওয়া একটি মাছ ধরার নৌকা থেকে মুমূর্ষ অবস্থায় তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (০৮-০৮-২০১৯) সকালে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকাটি মেঘনা নদীতে ডুবে যায়।

খবর পেয়ে হাতিয়ার ভাসানচরে কর্তব্যরত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত নৌকা থেকে মুমূর্ষ অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে।

নৌবাহিনী সদস্যরা উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে হাতিয়ার সুবর্ণচর হাসপাতালে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত জেলেদের পরিচয় জানা যায়। তারা হলেন রাজিব চন্দ্র দাস, পিতাঃ গোপাল চন্দ্র দাস, রবিন্দ্র চন্দ্র দাস, পিতাঃ প্রিয় লাল চন্দ্র দাস এবং তিমির চন্দ্র দাস, পিতাঃ অর্মণ চন্দ্র দাস। তারা সকলেই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

পিবিএ/রাশেদুল আলম খান/ইকে

আরও পড়ুন...