পিবিএ,ঢাকা: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪০ কি.মি রাস্তায় ধীরে ধীরে চলছে গাড়ি। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গগামী গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় মধ্যরাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যায়।
এ সময় গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ কারণে যানজট আরো তীব্র আকার ধারন করে। যানজট নিরসনে জেলা পুলিশের ৭ শতাধিক সদস্য কাজ করে যাচ্ছে।
পিবিএ/বাখ