পিবিএ,ঢাকা: ঈদের সময় ডেঙ্গুর ভয়াবহতা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের সব বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সেই কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের অবস্থা ও মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছি, কারো জ্বর জ্বর ভাব হলে তিনি যাতে গ্রামে যাওয়ার আগে রক্ত পরীক্ষা করে যান। ঈদের সময়টাকে আমরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় অসাবধানতাবশত ডেঙ্গু রোগ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ঈদের সময়টাকে ডেঙ্গু নিয়ে আমাদের জটিল পরিস্থিতিতে পড়তে না হয়, সেই চেষ্টাই আমরা করছি।’
এ সময় এডিস মশা নিধনে নতুন ওষুধ আমদানির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নতুন ওষুধ এসে গেছে। এখন ছিটানো শুরু হবে। পরিস্থিতি খুব শিগগির স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
সরকারের পাশাপাশি জনগণকে ডেঙ্গু রোগ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে পরিস্থিতি খুব সজজেই মোকাবিলা করা সম্ভব।’
এ ছাড়াও মন্ত্রী বলেন, ‘বন্যা ও বৃষ্টিতে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো এরই মধ্যে সংস্কার করা হয়েছে। কাজেই এবার আশা করছি যাতায়াতে মানুষের দুর্ভোগ হবে না।’
পিবিএ/ইকে