ঢাকায় ডেঙ্গু জ্বরে দুই শিশুর মৃত্যু

পিবিএ,ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত ও ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে আজ দুই শিশুর মৃত্যু হয়।

রিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই শিশু রিফাত জ্বরে আক্রান্ত হলে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এই নিয়ে ঢামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রিফাতের বাবার নাম খোরশেদ আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরে।

এদিকে, আজ সকাল ৯টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু মেহরাজ হাসান (৮)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় দ্রুত তার রক্তের প্লাটিলেট কমতে থাকে। এই অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ডেঙ্গুজ্বরে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এই রোগে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের মতে ২৯ জন। কিন্তু বেসরকারি হিসাবে এই সংখ্যা শতাধিক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৬৬৬ জন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...