বগুড়ায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি জিন্নাহ

পিবিএ বগুড়া: বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য সড়ক দূর্ঘটনায় কবলিত হয়ে অল্পের জন্য বেঁচে গেলেন।

শিবগঞ্জ এলাকার সংসদ সদস্য বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুর ইসলাম জিন্নাহ, আজ শুক্রবার দুপূর সাড়ে ১২টার দিকে মহাস্থান মসজিদে জুম্মার নামাজ আদায় করতে বগুড়া নিজ বাসা থেকে আসার সময় বগুড়া-রংপুর মহাসড়কের রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল এলাকায় পৌছিলে বিপরিত দিক রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী এন্টার প্রাইজ এর সঙ্গে সংসদ সদস্যর পাজেরো গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে এমপির গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

গাড়ীতে থাকা এম.পি জিন্নাহ ও তার গাড়ী চালক ফেরদাউস অল্পের জন্য বেঁচে যান। এমপি এ প্রতিবেদক কে বলেন. মহাস্থান মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাবার সময় দূর্ঘটনা ঘটে। তবে মহান আল্লাহর অশীম রহমতে রক্ষা পেয়েছি।

তবে আমি সকলের কাছে দোয়া কামনা করছি। এ বিষয়ে এমপি’র শ্যালক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু এ প্রতিবেদক কে বলেন, অল্পের জন্য এমপি প্রাণে রক্ষা পেয়েছে, তবে ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।
পিবিএ/জিএম মিজান/ইকে

আরও পড়ুন...