পিবিএ,সাভার: সাভারের বংশী নদীতে এক ট্রলারে গরু হাটে নেওয়ার সময় ট্রলার ডুবে দশ গরুর মৃত্যু হয়েছে । এঘটনায় ট্রলারে থাকা মাঝি ও গরুর ব্যাপারীরা সাঁতরে পাড়ে ওঠতে সক্ষম হয়েছে । শনিবার (১০ আগস্ট) দুপুরে সাভার উলাইল এলাকার বংশী নদীতে এঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ট্রলারে গরু নিয়ে মানিকগঞ্জ থেকে গাবতলীর দিকে যাচ্ছি । হঠাৎ ট্রলারটি এক পাশে বেঁকে গিয়ে নদীতে তলিয়ে যায় । এসময় ট্রলারে থাকা মাঝি ও গরুর বেপারীরা সাঁতরে পাড়ে ওঠে । কিন্তু ট্রলারে থাকা দশটি গরুর ঘটনাস্থলেই মৃত্যু হয় । পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম পিবিএ’কে জানান, ট্রলারে অবস্থানকারী কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয় নি । তবে ট্রলারে থাকা দশটি গরুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানান তিনি ।
পিবিএ/লোটন আচার্য্য /এমএসএম