পিবিএ স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে জিততে ঘাম ছুটে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নাপোলিকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম টুর্নামেন্টে ১৫ মিনিটের এক ঝড়ে ইতালিয়ান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
মিশিগানে লা লিগা-সিরি আ কাপ নামের টুর্নামেন্টে শনিবার রাতের ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোল, অ্যান্টনে গ্রিজম্যান ও উসমানে ডেম্বেলের একটি করে গোলে বড় জয় তুলেছে বার্সেলোনা।
প্রাক-মৌসুম প্রীতি এই টুর্নামেন্টে দুদিন আগের দেখায় নাপোলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। চোটের কারণে সফরে যেতে পারেননি কাতালানদের অধিনায়ক লিওনেল মেসি।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই খাতা খোলেন সুয়ারেজ। ৪৮ মিনিটে বার্সাকে এগিয়ে নেন। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান।
দুই মিনিট পর ডেম্বেলের সহযোগিতায় আরেকদফা ব্যবধান বাড়ান সুয়ারেজ। তার পাঁচ মিনিট পর ডেম্বেলে নিজেই গোল করে বড় জয় নিশ্চিত করেন। প্রাক-মৌসুমে বার্সেলোনার যেটি টানা চতুর্থ জয়।
পিবিএ/বাখ