পিবিএ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাংবাদিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোর্শেদা খাতুন নিহত হয়েছেন। তিনি রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষিকোলা এলাকার বাসিন্দা ছিলেন।
রোবাবার সকালে সিরাজগঞ্জ কাঠেরপুল-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের কামালের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাংবাদিক রফিকুল ইসলাম বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাত মাথা পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ঢাকা থেকে সাকলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠছিল। এ সময় কামালের চক এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী মোর্শেদা মারা যান।
এ সময় মোর্শেদার স্বামী সাংবাদিক রফিকুল ইসলামসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক রফিকুল ইসলাম মারাযায় এ ছাড়াও এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানা যায়।
আব্দুল্লাহ আল মারুফ/ইকে