সমুদ্র সৈকতে নিখোঁজের ২০ ঘণ্টা পর রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পিবিএ,ঢাকা: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী আরিফুলের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত শিক্ষার্থীর বড় ভাই জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আলিফউজ্জামান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজের ২০ ঘণ্টা পর সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১১ আগস্ট)নিহত আরিফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে এবং রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) কম্পিউটার সায়েন্সের ১৭তম ব্যাচের ছাত্র।

এর আগে শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল ইসলামসহ ৫ বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নেমে সাগরে ভেসে যান। পরে আহমেদ কাদের, ইমরুল শাহেদ ও মোবাশ্বেরুল ইসলামকে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করলেও রফিক মাহমুদ (২১) ও রুয়েটের ছাত্র আরিফুল ইসলাম (২০) নিখোঁজ হন।

একইদিন বিকেল পৌনে ৫টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রফিক মাহমুদের মরদেহ উদ্ধার করে। আর ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...