রাত পোহালেই ঈদ, প্রস্তুত রাজধানীসহ সারাদেশের ঈদগাহগুলো

পিবিএ রিপোর্ট: রাত পোহালেই পবিত্র ঈদ-উল-আযহা। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় জাতীয় ঈদগায়। তবে বৈরি আবহাওয়া থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে আটটায়। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শনের পর এ তথ্য জানান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, এবারো ময়দানের মূল প্যান্ডেলে প্রায় এক লাখ মুসল্লী নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছাড়াও জাতীয় ঈদগাহের নিরাপত্তায় ভেতরে ও বাহিরে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর কুরবানীর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...