পেনসিলভানিয়ায় অগ্নিকাণ্ডে পাঁচ শিশু নিহত

পিবিএ ডেস্ক: পেনসিলভানিয়ায় একটি ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে পাঁচ শিশু নিহত হয়েছে। আগুনে এক নারী দগ্ধ হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত সোয়া ১টার দিকে এরি শহরের হ্যারিস ফ্যামিলি ডে কেয়ারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর রয়টার্সের। নিহতদের বয়স ১০ মাস থেকে ৮ বছরের মধ্যে বলে জানিয়েছেন এরি ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা গাই স্যান্টোনে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

ওই ডে কেয়ার সেন্টারে যে শিশুরা ছিল, তাদের বাবা-মায়েরা রাতে বাইরে কাজ করতেন। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এরির প্রধান অগ্নি-পরিদর্শক জন উইডোমস্কি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...