কৃষিকে লাভজনক করতে মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ

পিবিএ,ঢাকা: বাংলাদেশ দানাদার খাদ্য উৎপাদনে এখন বিশ্বের রোল মডেল। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্য রফতানি করছে ,শেখ হাসিনার সময়ে খোরপোষের কৃষি এখন বাণিজ্যিক হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক ।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রধান নিয়ামক হচ্ছে খাদ্য নিরাপত্তা, আমরা সে জন্য কাজ করে যাচ্ছি। যে ভিশন নিয়েছি। সেটা আমরা বাস্তবায়ন করব। কৃষি মন্ত্রণালয়ের বড় চ্যালেঞ্জ হচ্ছে কৃষিকে লাভজনক করা, নিরাপদ খাদ্য ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘কৃষিকে বাজারজাত, পক্রিয়াজাত ও সঠিক মূল্য নির্ধারণ করার মাধ্যমে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে সবাইকে অংশগ্রহণ করতে হবে। পরে মন্ত্রী মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সাথে পরিচিত হন। পরিচিতি অনুষ্ঠানে সবাইকে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।’

ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন বদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এক সময় বাংলাদেশের নাম লেখা হতো অন্যতম দরিদ্র দেশ হিসেবে। আজ সেই সুযোগ আর নেই। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, সামনে ডেল্টা প্লান বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে উন্নত জাতি হিসেবে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...