মাত্র ৩০ টাকা চাওয়ায় স্ত্রীকে তিন তালাক, গ্রেফতার স্বামী

পিবিএ ডেস্ক: বাজার করার জন্য মাত্র ৩০ টাকা চাওয়ার জন্য স্ত্রীকে তিনি তালাক দিল স্বামী। শুধু তাই নয়, কেন টাকা চাওয়া হয়েছে, এই কারণে স্ত্রীকে মারধরও করেন বর্বর স্বামী।

জানা গেছে, অভিযুক্ত স্বামী সাবির, ৩০ বছর বয়সি স্ত্রী জায়নাবকে স্ক্রড্রাইভার দিয়ে আঘাত করে। ভারতের উত্তরপ্রদেশের দাদরির নাই আবাদি মহল্লাতে ওই দম্পতি থাকেন। সঙ্গে তাঁদের তিন মেয়ে ও এক ছেলেও থাকে। আক্রান্ত স্ত্রী স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও তিন তালাক প্রসঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

নির্যাতিতার বাবা জানিয়েছেন, বিয়ের পর থেকেই সাবির মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করত না। এর আগেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে সাবির। জায়নাবের শ্বশুড়বাড়ির সকলেই তাঁর সঙ্গে বাজে ব্যবহার করত বলে অভিযোগ বাবার।

শনিবার বিকেলে, স্বামী সাবির, দেওর জাকির ও ইদ্রিস, ননদ সামা ও শ্বাশুড়ি নাজো মারধর করেন বলে অভিযোগ। অভিযোগকারিনী জানিয়েছেন, মারধরের পাশাপাশি ইলেকট্রিকের তার দিয়ে শক-ও দেওয়া হয়েছে তাঁকে। মুখের মধ্যে থুতু ফেলে, তিন তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বামী। জানা গিয়েছে, শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে অজ্ঞান হয়ে যান জায়নাব। তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরাই। ওই মহিলার অভিযোগ, সাবিরের কাছে সবজি বাজারের জন্য ৩০ টাকা চাওয়ার পর থেকেই শুরু হয় বচসা।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...