কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল ব্রিটেন, সংসদে নিন্দার ঝড়

পিবিএ ডেস্ক: ভারতের সংবিধান থেকে কাশ্মীর রাজ্যের স্বায়ত্বশাসন দানকারী ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। এনিয়ে উত্তাল ভারত-পাকিস্তান। এ ইস্যু নিয়ে ক্ষোভ-বিক্ষোভ এবার সরাসরি প্রভাব ফেলল ব্রিটিশ সংসদেও। ভারতের এই সিদ্ধান্তকে প্রবল বিরোধিতা করা হয়েছে বৃটেনের সংসদে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ব্রিটিশ সাংসদের একাংশ ভারতের এই পদক্ষেপকে বিরোধিতা করে প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি দিয়েছেন। তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে।

এরই মধ্যে ভারতের এই পদক্ষেপকে তীব্র নিন্দা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিরোধী দল লেবার পার্টি বেশ কয়েকজন মুসলিম সংসদ জানিয়েছেন, অবিলম্বে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হস্তক্ষেপ করুক ব্রিটেন।

এর আগে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতায় শুক্রবার বাকিংহাম প্যালেসে ভারতীয় কনস্যুলেট জেনারেলের দপ্তরের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান তেহরিক-ই-ইসলামের সমর্থকরা। দীর্ঘদিন ধরেই এই সংগঠনটি কাশ্মীরকে ‘স্বাধীন’ করার পক্ষে আন্দলোন করে আসছে। অন্যদিকে, সমালোচনার সুর শোনা গেছে লেবার পার্টির নেতা জেরেমি কর্বিনের গলায়ও। টুইট করে তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘটনায় অবিলম্বে সেই দেশের প্রধানমন্ত্রীসহ জাতিসংঘকে হস্তক্ষেপ করার দাবিও জানিয়েছেন তিনি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...