পিবিএ ডেস্ক: ব্যর্থ মিসাইল টেস্টে নিজেদের ছোট একটি পারমাণবিক চুল্লি উড়িয়ে ফেলেছে রাশিয়া। সর্বনাশা ওই দুর্ঘটনার পর দেশটি থেকে বিস্তারিত কোনো তথ্য প্রাথমিকভাবে দেওয়া হয়নি। প্রায় এক সপ্তাহ বাদে চুল্লি উড়ে যাওয়ার কথা স্বীকার করল পুতিন প্রশাসন। বিবিসি জানায়, গত ৮ আগস্ট সাগরপাড়ে পরীক্ষা চালানোর সময় ভয়ংকর ওই বিস্ফোরণে ৫ জন অভিজ্ঞ বিজ্ঞানী পুড়ে ছাই হয়ে যান। তারা এর বিপদ সম্পর্কে আগে থেকে জেনেও পরীক্ষার সময় নিরাপদ থাকতে পারেননি!
ওই দিন বিজ্ঞানীরা পরীক্ষা প্রায় শেষ করে ফেলেছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে তারা সাগরে আছড়ে পড়েন! একই সঙ্গে উড়ে যায় চুল্লিটি। প্রায় ৪০ মিনিট আগুন জ্বলে সেখানে। এরপর চুল্লি থেকে রেডিয়েশন পাশের শহরে ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমে বিস্ফোরণের আংশিক খবর প্রচারিত হওয়ার পর সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। রেডিয়েশন থেকে বাঁচতে তারা স্থানীয় ফার্মেসি থেকে বিশেষ ওষুধ কিনতে শুরু করেন।
বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া চীনকে নিয়ে চিন্তিত হওয়ার কারণে পরমাণু অস্ত্রে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে।
পিবিএ/বাখ