অফিস খুলেছে তবে উপস্থিতি কম

পিবিএ,ঢাকা: ঈদুল আজহার ছুটি শেষ। বুধবার প্রথম কর্মদিবস শুরু হয়েছে। সচিবালয় থেকে শুরু করে অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। কোরবানির ঈদে নিয়ম অনুযায়ী ছুটি তিন দিন (১১ থেকে ১৩ আগস্ট)। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা একদিনের ছুটি ম্যানেজ করতে পেরেছেন তারা ছুটি ভোগ করতে পারছেন টানা ৯ দিন।

ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগস্ট), শনিবার (১০ আগস্ট) এবং ঈদের পরে শুক্রবার (১৬ আগস্ট) ও শনিবার (১৭ আগস্ট) এই চার দিন সাপ্তাহিক ছুটি।

রোববার (১১ আগস্ট) থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) তিন দিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগস্ট) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন সাপ্তাহিক ছুটি দুই দিন।

সচিবালয়ে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময় সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিতি হার ছিল ২০ শতাংশ। কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই এক দিনের ছুটি ম্যানেজ করে বাড়ি চলে গেছে। তারা হয়তো আগামী সপ্তাহে অফিস করবেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...