রংপুরের বিনোদন স্পটে মানুষের ঢল

পিবিএ,রংপুর: ঈদ মানেই আনন্দ তাই ঈদ এলেই রংপুরের বিনোদন স্পটে মানুষের ঢল নামে। প্রয়াস সেনা বিনোদন পার্ক, ভিন্নজগত, ফ্যান্টাসি জোন, সিটি চিকলি পার্কসহ রংপুরের বিনোদন স্পটগুলোতে মানুষের উপচে পড়া ঢল নেমেছে।

একই চিত্র দেখা গেছে, রংপুর চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভী উদ্যান, গংগাচড়া শেখ হাসিন সেতু, তিস্তা সড়ক সেতু পয়েন্ট, টাউন হল চত্ত্বর, বেরোবি ক্যাম্পাসসহ নগরীর আকাশ সিনেমা হল ও শাপলা টকিজে। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা ঘিরে ঈদ আনন্দে মেতে উঠছে এ অঞ্চলের মানুষ।

নিসবেতগঞ্জের স্মৃতিবিজড়িত রক্তগৌরব চত্ত্বর, ঘাঘট নদীর অংশ বিশেষসহ পাশ্ববর্তী বিস্তৃত নিচু এলাকায় গড়ে ওঠেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক। এখানে সেনা সদস্যদের নিখুঁত কারিগরি পরিকল্পনায় বাঁশ ব্যবহারে সাজানো এ বিনোদন পার্কের মুল গেট পেরিয়ে প্রথমেই চোখে পড়বে অসংখ্য রকমারী দোকান। ঠিক যেমন সমুদ্র সৈকত পাড়ের আদলে রকমারী দোকানের হাট। নানা রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো।

হস্তশিল্প সামগ্রী, খেলনা, খাবারের দোকান, নদীর বুকে ভাসমান বিলুপ্ত আশির দশকের বেশ কিছু নৌকা নজর কাড়ছে দর্শনার্থীদের।

অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কোল ঘেষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। সেখানে বিশাল চিকলিবিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন। বিলের বুকে স্পিডবোর্ড চলছে দ্রুত বেগে এ পাশ থেকে ওপাশ। হৈ হুল্লোরে মেতে উঠছে সবাই। আর স্পিডবোর্ডের ছুটে চলার বেগে বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে বিলের দু’কূলে। ছিটকে আসা জলরাশিতে মজা করছেন ছোট বড় সব মানুষই।

চিকলি পার্কের মতো ভিন্নজগত, রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভী উদ্যান, ফ্যান্টাসি জোন, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্ট, টাউন হল চত্ত্বর, বেরোবি ক্যাম্পাসসহ রংপুর মহানগরীর আকাশ সিনেমা হল ও শাপলা টকিজেও মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসা আরাফাত ইসলাম আরিফ বলেন, সবসময় ব্যস্ততা মাঝে থাকতে হয়। আর ডিউটির মাঝে একটু সময় করে ঘুরতে খুবই ভালো লাগছে।

চিকলি বিনোদন কেন্দ্রে হামিদা বেগম হিমু, হিমা, শুভ ও আবিরেসহ বেশ কয়েকজন তরুণ জানান, নগরীর এতো কাছাকাছি সুন্দর পরিবেশে এসে মন ভরে গেছে। সুশৃংখল পরিবেশে আমরা খুবই খুশি। এখানে না এলে ঈদের আনন্দটাই মিস করতাম। আর ঈদ এলে এই সব স্পট হয়ে যায় মানুষের ভীড়ে কানায় কানায় পূর্ণ।

পিবিএ/মেজবাহুল হিমেল/ইকে

আরও পড়ুন...