কাশ্মীরের যে ভিডিও প্রকাশ করতে দিলো না দিল্লীর প্রেসক্লাব

পিবিএ ডেস্ক: ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীর জুড়ে কারফিউ জারি করে মদি সরকার। এই অবস্থায় কাশ্মীরের কি ঘটছে তার একটি ভিডিও প্রকাশ করতে চেয়েছিলো ভারতের একটি মানবাধিকার সংগঠণ। কিন্তু দিল্লীর প্রেসক্লাব সেই ভিডিও প্রকাশের অনুষ্ঠান বন্ধ করে দেয়। এই নিয়ে আয়োজকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে ঐ ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। ১০ মিনিটের একটি ভিডিও চিত্র এবং ছবি দেখানো হয়। মানবাধিকার কর্মী দেয়ান জারধির নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম কাশ্মীরে প্রবেশ করে। সেখানে তারা গত ৫ দিন ধরে পরিস্থিতির ভিডিও ও ফটো চিত্র ধারণ করে। ভিডিওতে কাশ্মীরে বর্তমান জনপদের চিত্র, জনসাধারণের ভাবনা উঠে আসে। মানুষ ওষধ কিনতে পারছে না। খাবার কিনতে পারছে না। ভিডিওতে দেখা যায় মদি সরকারের সিদ্বান্তে ক্ষুব্ধ কাশ্মীরের জনসাধারণ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...