পিবিএ,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির লিফটের ফাঁকা জায়গা থেকে আনুমানিক ২৮ বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে কালো রঙের হাফ প্যান্ট ও টি-শার্ট।
ওই বাড়ির কেয়ারটেকারের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জানান, আজ ভোরে বাইরে থেকে লোকজন চোর চোর বলে একজনকে ধাওয়া করে। ধারণা করা হচ্ছে, ভবনের ৯ তলার ওপর লিফটের ফাঁকা জায়গায় ওই অজ্ঞাতপরিচয় যুবক আত্মগোপন করেন। লিফট চালু হলে এর চাপায় মারা যান তিনি।
এসআই শহিদুল আরো বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/বাখ