পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় মদপানে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজন বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন। নিহতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক(২৮) কবিলাধাম মালিপাড়ার মৃত মিলন কান্তি মল্লিকের ছেলে, একই এলাকার তপন মজুমদারের ছেলে শাওন মজুমদার জুয়েল (২৮), স্বপন গোমেজের ছেলে মিল্টন গোমেজ(৩০)। আরেক বন্ধু উজ্জ্বল ভৌমিক ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মদপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
পিবিএ,এম ফয়সাল এলাহী /ইকে