নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত

পিবিএ, নড়াইল: নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া ও বিশেষ মোনাজাত, র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে সকালে পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধরু মুর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়া জেলা পরিষদ, জেলা পুলিশ,নড়াইল পৌরসভা ,জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়াম থেকে একটি শোক র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয় ।

অনুষ্ঠানে দূর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু , পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিবিএ/আরিফুল ইসলাম/ইকে

আরও পড়ুন...