ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩: আহত-৩১

পিবিএ: ফরিদপুরের ভাঙ্গায় নওপাড়াবাজারসংলগ্নব্রীজেরসন্নিকটেট ২টি বাসেরমুখোমুখিসংঘর্ষে চালকসহ ৩ জননিহতএবংউভয়বাসের ৩১ জনযাত্রীকমবেশিআহতহয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালসাড়ে ৮ টারঢাকা-বরিশালমহাসড়কেরউল্লেখিত স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরাহলেন, লোকালবাসেরড্রাইভারনগরকান্দার রওশনফকির (৩৫), বাসেরযাত্রীরাজবাড়ীসদরউপজেলারমীরাকুন্ডু (৬০)। অপরজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে ৯ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৭ জনযাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান পিবিএ প্রতিনিধিকে জানান, উপজেলার নওয়াপাড়াবাজার এলাকায় বরিশাল থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের সঙ্গে ফরিদপুরের টেকেরহাটগামীএকটি লোকালবাসেরমুখোমুখিসংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেইচালকরওশন ও যাত্রীমীরাকুন্ডু’রমৃত্যু হয়। পরেফরিদপুর মেডিকেলকলেজহাসপাতালেআরওঅজ্ঞাত ১ বৃদ্ধেরমৃত্যু হয়। এ ঘটনায় ৩১ জনকমবেশীআহতহয়েছেন।

সড়ক দুর্ঘটনায়

দূর্র্ঘটনার সংবাদ পেয়ে ফরিদপুরের অ্যাডিশনাল এসপি সাইফুজ্জামান, এএসপি (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুজ্জামান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মাশরাফি, মনির হোসেন ও নমিতা, রাজবাড়ী জেলারকানাইলাল, নাটোর জেলারআরফিন, আলামিন, শাহআলম ও পারভীন, গোপালগঞ্জ জেলারমুকসুদপুরউপজেলারআলম, সেন্টু, তৌহিদ, শ্রেয়া, নিত্য, লতিকা ও মিলন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলারমমতাজ, মৌসুমী, লিমা, আসমা, মামুন ও লিয়াকত, বরিশাল জেলারশাহীন, সিয়াম, লিপু,মুন্নী, আবদুল্লাহ ও সালমাএবংমাদারীপুর জেলারজুঁই, ফারিহা ও রাজিয়া।

দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়লে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীদের সহায়তায় ফের যানচলাচল স্বাভাবিক হয়।

পিবিএ/ মো: রফিকুল ইসলাম/জেআই

আরও পড়ুন...