পিবিএ ডেস্ক: এবার জম্মু ও কাশ্মীরে গ্রেফতার করা হল সাংবাদিক ইরফান মালিককে। মাঝরাতে বসতবাড়িতে হানা দিয়ে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ বাহিনী। কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে পরিবার জানতে চাইলেও তবে তা খোলসা করেনি পুলিশ ও প্রশাসন।
বুধবার মাঝরাতে দক্ষিণ কাশ্মীরের ত্রাল জেলায় ইরফানের বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুলওয়ামার ত্রাল থানায়। বৃহস্পতিবার সকালে সখানে গিয়ে সাংবাদিকের সঙ্গে দেখা করেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু অনেক বার প্রশ্ন করেও কী কারণে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
ইরফান মালিক (২৬) স্থানীয় জনপ্রিয় সংবাদপত্র ‘গ্রেটার কাশ্মীর’-এর প্রতিবেদক। তিনি ওই সংবাদপত্রের জন্য পুলওয়ামা জেলার খবর সংগ্রহের দায়িত্বে রয়েছেন। তিনি নিজেও জানেন না, কোন অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের তরফে তাঁকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানালেও ফল হয়নি।
পিবিএ/জেডআই