জেনে নিন কনডমের গোপন রহস্য

পিবিএ ডেস্ক: জেনে নিন কনডমের গোপন রহস্য-

১. কনডম কখনও আঁটোসাটো করে পরা উচিত নয়। তার ফলে নষ্ট হয়ে যেতে পারে এটি এবং শুক্রাণু প্রবেশ করতে পারে আপনার সঙ্গীনির শরীরে।

২.মানিব্যাগে কখনই কনডম রাখবেন না। বিশেষ করে গ্রীষ্মকালে। অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যেতে পারে কনডমের কার্যকরীতা।

৩. ব্যবহার করার আগে কনডম এক্সপায়ার ডেট ভাল করে দেখে নিন। ডেট চলে গেলে তা কখনই ব্যবহার করবেন না।

৪. যৌন মিলনের আগেই কনডম পরে নেওয়া উচিত। কখনই শেষের দিকে বা মাঝপথে পরা উচিত নয় কারণ মিলন শুরু হলেই শুক্রাণু বের হতে শুরু করে এবং কনডম না থাকলে তা প্রবেশ করে নারী দেহে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...