মহাকাশ থেকে ফিরেই যে কারনে ইসলাম গ্রহণ করলেন সুনীতা

পিবিএ ডেস্ক: ‘মহাকাশে যাওয়ার পথে সুনীতা উইলিয়াম যখন পৃথিবীপৃষ্ঠ থেকে ২৪০ মাইল ওপরে অবস্থান করছিলেন, তখন তিনি পৃথিবীতে দুটি তারা দেখতে পান। এরপর টেলিস্কোপ নিয়ে যখন তিনি তা দেখেন, তখন দেখতে পান তার একটি মক্কায় অবস্থিত, একটি মদিনা। তখনই সুনীতা উইলিয়াম অভিভূত হয়ে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। এরপর তিনি তা নেনও।’

‘মক্কা মদিনা’ নামে একটি ফেসবুক পেজ থেকে https://www.facebook.com/359186084760971/videos/2413183635629004/ একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হয়, ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়াম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তাতে লেখা হয়েছে, কেন মহাকাশ থেকে ফিরেই সুনীতা উইলিয়াম ইসলাম ধর্ম গ্রহণ করলেন?

 

পিবিএ/জেআই

আরও পড়ুন...