ছাদ বাগানের আগ্রহ বাড়ছে

ফেসবুক পেইজ থেকে নেয়া ছাদ বাগানের ছবি

পিবিএ,ঢাকা: শখের বসে গড়ে উঠছে ছাদ বাগান। বৃক্ষ প্রেমিরা নিজের উদ্যোগে ছোট ছোট আকারে গড়ে তুলেছেন শখের বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই রকম অনেক পেইজ দেখা পাওয়া যায়। যেখানে সদস্যরা নিজের গড়ে তোলা ছাদ বাগান, বারান্দায় ছোট ছোট বাগান তৈরি করে ফুল ফল, সবজির চাষ করছে। শখের বাগান একদিকে যেমন মনের প্রশান্তি দিচ্ছে অন্যদিকে পরিবারের পুষ্টি চাহিদা পুরণ করছে। এই রকম একটি ফেসবুক পেইজ ‘বাগান করি স্বপ্ন গড়ি’ । যেখানে দেখা যায় ফেসবুক পেইজের সদস্যরা নিজের শখের বাগানের ছবি পোষ্ট করে একজন অন্যজনকে বাগান তৈরির উৎসাহ দিচ্ছে। বর্তমানে বিভিন্ন শহরে বাড়ির ছাদে বা বারান্দায় ছোট ছোট টবে বাগান করা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গাছ লাগানোর সময় কিন্তু এখনই, মানে বৃষ্টির দিনে।

বাগান করার জন্য যা লাগবে:

জায়গা তো লাগবেই সঙ্গে মাটির টব, ড্রাম, কাচি, ঝরনা, স্প্রে মেশিন, ছুরি, মাটি শুকনা গোবর, গাছের চারা, ছোট কাঠি ও রশি।

বাগানের জন্য গাছ:

ছোট আকারের গাছে যেন বেশি ফল ধরে এমন জাতের গাছ বা কলমের গাছ লাগানো যেতে পারে। বারি আম-৩ (আম্রপালি), পেঁপে,আতা, শরিফা ,আঙ্গুর,বাতাবিলেবু, কুল, সফেদা ও লেবু।

শাকসবজি জাতীয় করতে পারেন খুব সহজে। এর মধ্যে রয়েছে লালশাক, পালংশাক, মুলাশাক, ডাটাশাক, বেগুন, টমেটো, ঢেঁড়স ও ক্যাপসিকাম।

মরিচ, ধনেপাতা, লেটুস-পুদিনা, পেঁয়াজ, রসুন, আদা সবই হবে ছোট ছোট টবেই। অ্যালোভেরা, তুলসী বাইরে থেকে কিনতে হবে না। একটি করে টবে লাগিয়ে রাখুন। গোলাপ, বেলী, টগর, জুঁই, গন্ধরাজ, জবা পছন্দের ফুলগুলোর জন্য একটি কর্নার ছেড়ে দিন।

সার মাটি প্রাস্তুতকরার নিয়ম: কোন গাছ কত দিনে ফুল-ফল হয়, কত বছর ফল দেয়, খরচ কেমন এসব বিষয়ে বিস্তারিত জেনে নিন। আজকাল অনলাইনেই সব ধরনের পরামর্শ পাওয়া যায়। অনেকেই বাগান করছেন, তাদের সঙ্গেও কথা বলে নিতে পারেন। শুধু গাছ লাগালেই হবে না। গাছের সঠিক পরিচর্যা করতে হবে। সব সময় পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পানি ও সার দেওয়া, সময় মতো ডালপালা কেটে দিতে হবে।

টব বা ড্রামে যেন পানি জমে মশা না জন্ম নিতে পারে, এটা খেয়াল রাখতে হবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...