৪৬ বছর ধরে নীরাপত্তাহীনতা, অস্বাস্থ্যকর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ওবায়দুল ইসলাম রবি, পিবিএ, রাজশাহী: দীর্ঘ ৪৬বছর ধরে অস্বাস্থ্যকর ও নীরাপত্তাহীনতায় রয়েছে রাজশাহী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়ার প্রয়োজন। বর্ষা মৌসুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাটু জলে ডুবে থাকে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের চরম দূর্ভোগ পরতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নির্গত সকল বর্জ্য আর্বজনা নিরাপদ স্থানে ফেলে দেয়ার ব্যবস্থা নেই। এছাড়া নির্গত ড্রেনের জমাট বদ্ধ আর্বজনার র্দূগন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পরছে।

পৌরা এলাকার সকল বর্জ্য আর্বজনা নিরাপদ স্থানে ফেলে দেয়ার দায়িত্ব চারঘাট পৌরসভার থাকলেও তারা সঠিকভাবে কাজ করছে না। তদুপরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবহারিত পানি অপসারণে কোন ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এসময় প্রধান হিসাব রক্ষক মাহমুদ, পরিসংক্ষান মাইমুল হক লিপন, ষ্টোর কিপার আব্দুল মোমিনসহ অন্যান্য অফিস ষ্টাফ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সু-উচ্চ নিরাপদ সীমানা দেয়াল এবং প্রধান ফটকের গেইট না থাকার কারনে নীপত্তাহীনতায় রয়েছে সরকারী এই প্রতিষ্ঠান। গতকাল শনিবার গভীর রাতে সরকারী মালামাল চুরী করার প্রচেষ্টা চালায় কিছু দূর্বৃত্ত। এবিষয়ে চারঘাট মডেল থানা, স্থানীয় প্রশাসন ও জেলা কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান সদ্য যোগদানকৃত স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আফসানা আলমগীর খান।

যখন সারদেশে ডেঙ্গু প্রতিরোধে এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যহত আছে। তখন উপজেলা প্রধান সড়ক থেকে প্রায় ২ ফুট ৫ ইঞ্চি নিচু এই কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোংরা পানি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। ৫ জানুয়ারী ১৯৭৩ সালের এই কমপ্লেক্স এখন পর্যন্ত আধুনিকতার ছোঁয়া নেই। এঅবস্থা চলমান থাকলে রোগ আরোগ্য চেয়ে প্রাকৃতিক বিপর্যস্ত হবে বেশি স্থানীয় জনগণের। এই কমপ্লেক্স কে একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতি করতে সকল প্রচেষ্টা করবেন বলে জানান, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আফসানা আলমগীর খান।

পিবিএ/রবি/জেডআই

আরও পড়ুন...