ইসরাইলী সৈন্যদের গুলিতে ৩ ফিলিস্তিনী নিহত

পিবিএ ডেস্ক: নর্দান গাজা স্ট্রিপে ইসরাইলী সৈন্যদের গুলিতে ৩ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন।

শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে গুলির এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, গাজা থেকে ইসরাইলের দিকে ৩টি রকেট নিক্ষেপের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে ইসরাইলি সেনারা। এতে ৩ জন নিহতের পাশাপাশি আহত হয় আরো ৩ জন। এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, রোববার সকালে তিনটি লাশ তাদের কাছে আসে। এছাড়া আরো একজন আসেন যার অবস্থা আশঙ্কাজনক।

নিহত ৩ জনের নাম মাহমুদ আদেল আল-ওয়ালাইদাহ (২৪), মোহাম্মদ ফরিদ আবু নামোস (২৭) ও মোহাম্মদ সমির আল-তারামসি (২৬)।
হামলার পর ইসরাইলি সেনাবাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে জানানো হয়, সশস্ত্র সন্দেহভাজনদের বিরুদ্ধে হেলিকপ্টার ও ট্যাংক নিয়ে হামলা করেছে ইসরাইলি সেনারা। এর আগে, শনিবার রাতে ইসরাইল বিমান হামলা চালায় গাজা উপত্যকায়। হামলার সময় তারা ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছুই সেখানে প্রবেশ করতে দেয়নি। ইসরাইলের অভিযোগ, গাজা থেকে প্রথমে ৩ টি রকেট ছোঁরা হয়। তবে তা ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করে দিতে সক্ষম হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...