পিবিএ ডেস্ক: স্ত্রীর প্রেমের কথা জেনে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা আগেও অনেক ঘটেছে। তবে এবার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে বর অদ্ভুত এক শর্ত দিলেন। ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলেন দিলেন এক স্বামী।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুর গ্রামে। জানা গেছে, রাজেশ পালের বিবাহিত স্ত্রী সীমা পাল পালিয়ে যায় তার প্রেমিক উমেশ পালের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী রাজেশ পাল গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দাবী করেন। পঞ্চায়েত থেকে বলা হয়, যদি উমেশ তার ভেড়ার পালের অর্ধেকটা রাজেশকে দিতে রাজী হয় তবেই সীমা তার সঙ্গে থাকতে পারবে।
এমন প্রস্তাবে রাজী হয়ে যান উমেশ। অন্যদিকে সীমার স্বামীও খুশী মনে ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে ছেড়ে দিতে সম্মত হন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে তিনজনই বেশ খুশি হয় বলে জানা যায়।
কিন্তু এই ঘটনায় খুশী হতে পারেননি উমেশের বাবা ও তার পরিবার৷ সীমার বদলে এতগুলি দামী ভেড়া রাজেশকে দিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নিতে পারছেন না তারা৷ এরই মধ্যে থানায় মামলাও করেছেন তারা। তাদের দাবী, অবৈধ ভাবে তাদের ভেড়া নিয়ে গেছে রাজেশ৷ সূত্র: ইন্ডিয়া টুডে
পিবিএ/ইকে