হংকংয়ে ফের বিক্ষোভে নেমেছে গণতন্ত্রপন্থিরা

পিবিএ ডেস্ক: হংকংয়ে গণতন্ত্রপন্থিরা ফের বিক্ষোভে নেমেছে। রোববার ভিক্টোরিয়া পার্কে জমায়েতের অনুমতি দেয় পুলিশ। আর এদিন বৃষ্টি উপেক্ষা করেই সেখানে লাখো মানুষ উপস্থিত হয়েছে বলে বিবিস’র খবরে বলা হয়েছে।

এদিকে ১০ সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের বিরুদ্ধে বেইজিং বারবার হুশিয়ারি উচ্চারণ করেছে। তা উপেক্ষা করেই চলতি সপ্তাহে ফের বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা এমন একটি আইনের প্রতিবাদ করছিল যাতে হংকং-এর কোন ব্যক্তিকে বিচারের জন্য চীনের মূলভূমিতে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। প্রতিবাদের মুখে হংকং-এর সরকার অনির্দিষ্টকালের জন্য বিলটি স্থগিত করে। তা সত্ত্বেও বিক্ষোভ চলতে থাকে এবং প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগের দাবি ওঠে।

বিক্ষোভের মধ্যেই শেনজেন সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে চীন। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বেইজিং জানায়। চীনের হুশিয়ারি সত্ত্বেও চলতি সপ্তাহেও এই বিক্ষোভ চলছে।

বিক্ষোভে যোগ দেয়া ওং নামে একজন বিবিসিকে বলেন, আমরা দুই মাস ধরে লড়াই করছি। কিন্তু আমাদের সরকার এতে সাড়া দিচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ করতেই থাকব।

পিবিএ/ইকে

আরও পড়ুন...