পিবিএ ডেস্ক: বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নায়িকাদের জিরো ফিগার বা মেদহীন শরীরের ওপরে কেন বেশি প্রাধান্য দেওয়া হয় সে ব্যাপারে কথা বলেছেন।
তিনি বলেন, এই ধারণা তো বরাবরের। পুরুষদের অল্পবয়সী মেয়ে পছন্দ। আগে ৩৫ বছর বয়সে দুই-তিনটি বাচ্চার মা হয়ে সংসারে ব্যস্ত হয়ে যেতেন বেশির ভাগ নারী। এখন মেয়েরা পড়াশোনাই করে অনেক দিন ধরে। তার পরে দেরিতে বিয়ে, বাচ্চাও প্ল্যান করে সুবিধামতো। কেউ কেউ বাচ্চা চায়ও না। কয়েক বছর হলো, নিজের ফিগার নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। তার পর থেকে আই ফিল সেক্সি অল দ্য টাইম।
মা হওয়ার গুজবের বিষয়টি উড়িয়ে দিয়ে বিদ্যা বলেন, যারা গুজব রটাচ্ছে, তাদের নেহাতই বোকা বলব। আমি কি কোনও দিন রোগা ছিলাম? একটু পেট দেখা গেলেই সকলে ভাবেন, আমি প্রেগন্যান্ট। কেন এমন ভাবনা? সে ভাবে দেখলে আমি সারা জীবনই প্রেগন্যান্ট। সম্প্রতি এই অভিনেত্রী অভিনীত ‘মিশন মঙ্গল’ সিনেমাটি মুক্তি পেয়েছে।