নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ টেস্টে ৬০ পয়েন্ট পেলো লঙ্কানরা

পিবিএ স্পোর্টস ডেস্ক: অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে গল টেস্টে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ২৪৩ বলে ১২২ রান করেন করুনারত্নে। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। পাশাপাশি এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জন করলো লঙ্কা। সর্বোচ্চ ৬০ পয়েন্ট অর্জন করলো দ্বীপ রাষ্ট্রটি।

দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে যৌথ রেকর্ড ১৬১ রান করেন শ্রীলঙ্কার দুই ওপেনার করুনারত্নে ও থিরিমান্নে। এরমধ্যে থিরিমান্নের অবদান ছিলো ৬৪ রান। করুনারত্নে টেস্ট ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরির স্বাদ নেন। পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন বিরতির আগে ম্যাচের ইতি টানেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা। ম্যাথুজ ২৮ ও ডি সিলভা ১৪ রানে অপরাজিত থাকেন। আগামী বৃহস্পতিবার কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...