পিবিএ ডেস্ক: চীন বারবার হুশিয়ারি উচ্চরণ করলেও থামানো যাচ্ছে না হংকং এর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের। রোববার পূর্ব ঘোষণা মতে অনুষ্ঠিত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি মতে এই মিছিলে অংশ নিয়েছে ১৭ লাখের বেশি মানুষ। পূর্ব ধারাবাহিকতায় এদিনও সকলের হাতে ছিলো রঙবেরঙের ছাতা। বিবিসি, সিএনএন
গত ১০ সপ্তাহ ধরে পুলিশের সঙ্গে নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষোভকারীরা। তবে সর্বশেষ মিছিলটি বিশাল হলেও সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিলো। চীনের তৈরী অপরাধী প্রত্যার্পন বিল এর বিরুদ্ধে প্রাথমিকভাবে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। তবে এই আইন স্থগিত হলেও বিক্ষোভ থামে নি। এদিকে হংকং এর সীমান্তবর্তী চীনা শহর শেনজেনে সেনা জমায়েত করেছে চীন। তারা সেখানে নিয়মিত কুচকাওয়াচ করছে সেনাসদস্যরা।
পিবিএ/বাখ