ভারতের চন্দ্রায়ন-২ চাঁদের কক্ষপথে প্রবেশ করল

পিবিএ ডেস্ক: ভারতকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপন চন্দ্রায়ন ২ মঙ্গলবার চাঁদের কক্ষপথে পা রাখার খবর দিয়েছে ইণ্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ৷ এদিন চন্দ্রায়ন ২-এর লিকুউড ইঞ্জিন চাঁদের কক্ষপথে স্থাপন করা হবে৷ মঙ্গলবার সকাল সাড়ে নয়া নাগাদ সফল ভাবে চাঁদের কক্ষপথ ছোঁয় চন্দ্রায়ন ২৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে ইণ্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর পক্ষ থেকে চেয়ারম্যান কে শিবন জানান, গোটা প্রক্রিয়াটাই অত্যন্ত চ্যালেঞ্জিং৷ তবে ইসরো এবার সফল হবে৷

জুলাই মাসের ২২ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে যাত্রা করে৷ ২০শে অগাষ্ট চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রায়ন-২য়ের৷ এবার একেবারে অন্ধকার দিকটিতে চন্দ্রায়ন ২ নামবে৷ এই অংশটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩৭০ মাইল দূরে৷

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই অংশটিতে যে পাথর রয়েছে তা প্রায় ৪বিলিয়ন বছরের পুরোনো৷ বিজ্ঞানীরা মনে করছেন, এখানেই ছিল এক বিশালকার সমুদ্র৷ সেই সমুদ্রের তরল পাথর জমাট বেঁধে চাঁদের মাটিতে এই পাথর জমেছে৷

ইসরো জানিয়েছে, মঙ্গলবারের পর মোট চারবার চাঁদের কক্ষপথে পাক খাবে এই চন্দ্রায়ন ২৷ ১০০ কিমি পথ পেরিয়ে তারপর চাঁদের মাটি ছোঁওয়ার কথা স্পেসক্রাফটির৷ দোসরা সেপ্টেম্বর বিক্রম ল্যাণ্ডার অরবিটার থেকে আলাদা হবে৷

ইসরোর মিশন অপারেশন কম্পপ্লেক্স থেকে গভীর ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে চন্দ্রায়ন ২য়ের গতিবিধি৷ বেঙ্গালুরুর কাছে বাইয়ালালুর ইণ্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যাণ্টেনার সাহায্যে ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যাণ্ড কমাণ্ড নেটওয়ার্ক দিয়ে এই মনিটরিং চলছে৷

ইতিমধ্যে বেশ কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রায়ন ২৷ মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই প্রকাশ করা হয়েছে। ট্যুইট করে সেই ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI4 ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবি। একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি। ৩ অগস্ট, শনিবার তোলা হয়েছে সেই ছবিগুলি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...