মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতায় নিষেধাজ্ঞা

পিবিএ: মালয়েশিয়ায় জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ করা হল বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েককে। মালয়েশীয় হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করার পর তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাকির নায়েক: ফাইল ছবি

জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। এই খবর নিশ্চিত করেন রয়্যাল মালয়েশিয়া পুলিশের করপোরেট কমিউনিকেশনের প্রধান দাতুক অস্মাবতী আহমেদ। তিনি জানান, ‘হ্যাঁ, সব পুলিশ থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে জাকির নায়েককে ব্যান করেছে মেলাকা, জোহট, সেলাঙ্গোর, পেনাং, কেদাহ, পেরলিস, সারাওয়াকের মতো সাতটি দেশ। সংখ্যালঘুদের বিরুদ্ধে মন্তব্যের জন্য রবিবার এই ধর্মপ্রচারকের কড়া সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মহাথীর মহম্মদ। মালয়েশীয় হিন্দুদের পাশাপাশি মালয়েশীয়-চিনাদের বিরুদ্ধে মন্তব্য করেছেন জাকির নায়েক।

পিবিএ/জেআই

আরও পড়ুন...