বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

পিবিএ,ঢাকা: বিশ্বকাপে নয় ম্যাচ খেলে সবকটিতেই হারা আফগানিস্তান দলে বেশ বড় পরিবর্তন এসেছে। গুলবাদিন নাইবকে সরিয়ে তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে ছেটে ফেলা হয়েছে। বাংলাদেশ সফরে আফগানদের ঘোষিত দলেও রদবদলের হাওয়া।

আজ মঙ্গলবার দুপুরে দুই সিরিজের জন্য রশিদ খানের নেতৃত্বে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টটি ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্ট শুরুর আগে ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। আগামী ৩০ আগস্ট রশিদ খানদের বাংলাদেশে আসার কথা রয়েছে।

এ ছাড়া ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে এই সিরিজের অন্য দলটি হলো, জিম্বাবুয়ে। খেলাগুলো হবে ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফগানিস্তানের টেস্ট সিরিজ স্কোয়াড : রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানুল্লাহ জান্নাত, ইবরাহীম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী, ইবরাহীম আলী খিল, জহীর খান, জাভিদ আহমাদী, সাইয়েদ আহমেদ, ইয়ামীন আহমেদজাই, আসগর জাজাই, শাপুর জাদরান, কাইস আহমেদ।

ত্রিদেশীয় সিরিজ স্কোয়াড : রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, হজরতুল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর-রহমান, শরফুদ্দিন আশরাফ, নাজিব জাদরান, শাহিদুল্লা কামাল, কারিম জানাত, গুলবাদিন নাঈব, ফরিদ আহমেদ মালিক, শাফিদুল্লাহ শাফাক, ফজল নিয়াজি, দওলাত জাদরান, নাভীন উল-হক, রহমানুল্লাহ গুরবাজ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...