পিবিএ: ঈদের ছুটি কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছি। পরিবারের সাথে সময় দিচ্ছি। মাঝে কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। একমাত্র লাক্সের বিজ্ঞাপন করেছি। অনেক প্রশংসা পাচ্ছি এই বিজ্ঞাপনে অংশ নিয়ে। অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছেন ‘সুন্দর আমাদের অধিকার’। আসলেই অসাধারণ একটি গল্পের বিজ্ঞাপন এটি। এর শুটিংয়ের সময় পুরো টিম অনেক কষ্ট করেছি।
নাটক ও চলচ্চিত্রে..
চলচ্চিত্রে ব্যস্ত হওয়ার পর ছোটপর্দায় তেমন কোনো কাজ করছি না। বরং আগে যা করেছি তাই নতুন করে প্রচার হচ্ছে। আমি বেশি করে বড় পর্দায় সময় দিচ্ছি। এছাড়াও যদি নতুন কোনো গল্পের বিজ্ঞাপন হয় তবে অবশ্যই করার চেষ্টা করব। আমার মনে হয়, দর্শক আমাকে বড় পর্দাতেই পছন্দ করে। আমি মৌলিক গল্পের উপর বেশি জোর দিচ্ছি। নতুন কয়েকটি সিনেমার গল্প নিয়ে কথা চলছে। সব কিছু ঠিক হলে ধুমধাম করেই শুরু করব।
দর্শকদের ভালোবাসা…
আমি বিশ্বাস করি মিডিয়া অঙ্গনের মূল বিচারক হচ্ছেন দর্শক। তারা যা বিচার করবেন সেটিই আমাদের জন্য ভালো। কারণ দর্শক জরিপ থেকেই নির্ধারণ করা হয় কে টিকে থাকবে আর কে টিকে থাকবে না। অন্যদিকে এখন ডিজিটাল মিডিয়ার যুগে অনেক কোম্পানি স্পন্সর দেয়ার অপেক্ষায় থাকে। সব মিলিয়ে দর্শকরাই আমার কাছে প্রধান বিচারক হিসেবে থাকবে। তারা এখনো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখেন বলেই চলচ্চিত্র টিকে আছে, আমরা কাজ করতে পারছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আমার।
নতুনদের নিয়ে…
আমি সবসময় নিজেকে নতুনভাবেই উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পুরনোদের ভিড়ে নতুনরাও আসছে কাজ করছে। তবে তাদের টিকে থাকতে হলে অবশ্যই অভিনয় জানতে হবে। আমার মতে ভালো করলে টিকে থাকবে আর ভালো না করলে টিকে থাকবে না। তবে সবার জন্যই আমার পক্ষ থেকে শুভ কামনা রইল।
পিবিএ/এমআই