হাইকোর্টে জামিন চাইলেন ওসি মোয়াজ্জেম

ফাইল ফটো

পিবিএ,ঢাকা: ওসি (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। জজকোর্টে জামিন আবেদন করে ব্যর্থ হয়ে এবার হাইকোর্টে জামিন আবেদন করেছেন তিনি।
বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ বুধবার এর শুনানি হওয়ার কথা রয়েছে।

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। এমন অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। এ সময় ওসি নিয়ম ভেঙে জেরা করেন এবং নুসরাতের বক্তব্য ভিডিও করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...