আওয়ামী লীগ জেলের তালা ভেঙেছে, বিএনপিকেও ভাঙতে হবে: দুদু

পিবিএ,ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়া‌কে মুক্ত কর‌তে হ‌লে রাজপ‌থে আন্দোলন-সংগ্রাম করতে হবে। জেলের তালা ভেঙেই তাঁকে মুক্ত করে আনতে হবে। আওয়ামী লীগ জেলের তালা ভেঙেছে, বিএনপিকেও ভাঙতে হবে- এটাই রাজনীতি, এটাই এখন আমাদের লক্ষ্য।’

‌তি‌নি ব‌লেন, ‘পা‌কিস্তা‌ন আম‌লে শেখ ম‌ুজিবকে বের করার জন্য যেমন স্লোগান দেয়া হতো- ‘জে‌লের তালা ভাঙ‌বো শেখ ম‌ুজিব‌কে আন‌বো’- তেমনই একইভাবে এখন স্লোগান দি‌তে হ‌বে- ‘জে‌লের তালা ভাঙ‌বো খা‌লেদা জিয়া‌কে আন‌বো’। আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তির আর কোনও পথ খোলা নাই।’

বুধবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু ব‌লেন, ‘বেগম খালেদা জিয়া যদি এখন জেলের বাইরে থাকতেন তাহলে তিনি কৃষকদের পাশে দাঁড়াতেন, শ্রমিকদের পাশে দাঁড়াতেন, ছাত্রদের পাশে দাঁড়াতেন, ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ যে অসহায় জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়াতেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধান ক্ষেতে আগুন দিয়েছে, তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াতেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘ব্যাংকে ও শেয়ার মার্কেটে যে টাকা লুট হয়েছে তার বিরুদ্ধে বেগম জিয়া প্রতিবাদ করতেন। বেগম জিয়া বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেন, রাজপথে নেমে আসতেন। কিন্তু তাঁকে জেলে আটকে রাখা হয়েছে, যাতে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারেন। যাতে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে না পারেন।’

জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে মন্তব্য ক‌রে বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘বেগম জিয়া‌কে জে‌লে আট‌কে রাখা হ‌য়ে‌ছে, তাঁর ছোট ছেলে নির্যাতনের শিকার হয়ে বিদেশে মৃত্যুবরণ করেছেন। তার বড় ছেলে তারেক রহমানকে নির্বাসনে থাক‌তে বাধ্য করা হয়েছে এবং দেশে আসতেও দেয়া হচ্ছে না।’

ছাত্রদ‌লের এই সা‌বেক সভাপ‌তি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন। তাঁর পরিবার বারবার নির্যাতিত গরিব-দুখী-মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এজন্যই জিয়া পরিবারের প্রতি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের এত রাগ, এত বিদ্বেষ।’

শামসু‌জ্জামান দুদু ব‌লে‌ন, ‘সিনিয়র আইনজীবীরা বলেছেন আইন আদালত করে কোনও লাভ হবে না। যদি বেগম জিয়াকে কারাগার থেকে বের করতে হয় তাহলে আন্দোলন করেই তাকে মুক্তি করতে হবে। জেলের তালা ভেঙেই বেগম জিয়া‌কে আন‌তে হ‌বে। আওয়ামী লীগ জেলের তালা ভেঙেছে, বিএনপিকেও ভাঙতে হবে- এটাই রাজনীতি এটাই এখন আমাদের লক্ষ্য।’

বিএন‌পি দে‌শে‌র ও দে‌শের জনগ‌ণের ভা‌লো চায় মন্তব্য ক‌রে কৃষকদ‌লের এই আহ্বায়ক ব‌লেন, ‘বিএনপি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন প্রত্যাশা করে, রাজপথের আন্দোলনে বিশ্বাস করে। গুম-খুন হত্যা বিশ্বাস করে না। তাই সবাইকে আহ্বান করি, আসুন আমরা এক কাতারে দাঁড়াই, সবাই ঐক্যবদ্ধ হই, আন্দোলন করি, রাজপথে নামি, বেগম জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ছাত্রদ‌লের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, কৃষকদ‌লের সদস্য লায়ন মিয়া মো: আনোয়ার, মৎস্যজীবী দ‌লের নেতা ইসমাঈল হো‌সেন সিরাজী প্রমুখ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...