পিবিএ,ঢাকা: গেল মার্চে পারিবারিক পরিসরে ‘আকদ’ হয়েছিল জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের। এর পর গেল বিশ্বকাপের দীর্ঘ ব্যস্ততা। তাই বিয়েটা সাড়া হয়ে উঠেনি। এবার আর দেরি করলেন না এই হার্ডহিটার ব্যাটসম্যান। মাহিলা তাসনিম অর্পার সঙ্গে নতুন ইনিংসটা শুরুই করে দিলেন।
‘আকদ’ হওয়ার সময়ই সাব্বির বলেছিলেন, ‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’ এবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন তিনি।
গতকাল মঙ্গলবার মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে সাব্বিরের বৌভাত অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে পালকিতে চড়ে আসেন সাব্বিরের স্ত্রী মালিহা তাসনিম অর্পা।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে ও একই বছর ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয় সাব্বিরের। সাদা পোশাকে দলে জায়গা করে নেন ২০১৬ সালে। লাল-সবুজের জার্সিতে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাব্বিরের ঝুলিতে ১টি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে রয়েছে ২ হাজার ৭২০ রান।
পিবিএ/বাখ