পিবিএ ডেস্কঃ দাঁতের ব্যথা আমাদের ব্যথায় আমরা সকলেই কম বেশি ভুগে থাকি৷ আর শীতকলে তো এই ব্যথা বেড়ে যায়৷ সারা দিনের ব্যস্ততার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যথার যন্ত্রণায় ঘুমের বারোটা বেজে যায়৷ সেই সময় চিকিৎসক পাওয়া যায় না৷
আবার অনেক সময় বাড়িতে ব্যথার ওষুধ না থাকায় সমস্যায় পড়তে হয়৷ কিন্তু আপনারা অনেকেই জানের না কিছু ঘরোয়া টোটকার সাহায্যে আপনার দাঁতের ব্যথা কমে যাবে৷ আর আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন৷ দেখে নিন সেই ঘরোয়া টোটকাগুলি৷
১. লবঙ্গের রস দাঁত ব্যথার অব্যর্থ ওষুধ। একটি কাঁচা লবঙ্গ দাঁতের গোঁড়ায় রেখে দিন৷ দেখবেন ব্যথাটা অনেক উপশম হবে৷ যদি বাড়িতে লবঙ্গের তেল থাকে তাহলে তুলো ভিজিয়ে দাঁতের গোঁড়ায় রেখে দিন৷
২. প্রথমে পরিমাণ মতো জল ঈষদুষ্ণ গরম করে নিন৷ তারপর জলে পরিমাণ মতো নুন ফেলে দিন৷ সেই ঈষদুষ্ণ পানি দিয়ে গার্গল করতে থাকুন৷ দেখবেন অনেকটা আরাম পাবেন৷
৩. আমাদের সকলের বাড়িতে সবসময় পেঁয়াজটা প্রায় থাকেই৷ কিন্তু আপনি জানেন না এই পেঁয়াজ দাঁতের ব্যথা কমাতে কতোটা উপকারী৷ যে দাঁতে ব্যথা হবে পারলে সেই দাঁত দিয়ে এক টুকরো পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন৷ অথবা পরিমাণ মতো পেঁয়াজ রস করে নিন৷ তারপর সেই রস দাঁতের গোঁড়ায় আস্তে আস্তে লাগিয়ে নিন৷
৪. শসাকে ফালি করে কেটে দাঁতে ধরে রাখুন। যদি ঠাণ্ডায় না ভোগেন তাহলে ঠাণ্ডা শসা দাঁতের গোঁড়ায় রাখতে পারেন৷ তাহলে দ্রুত দাঁত ব্যথা কমতে পারে৷
৫. এক টুকরো কাঁচা আলু কুচি করে কেটে নিন৷ তারপর সেটিকে সামান্য থেঁতলে তার মধ্যে অল্প পরিমাণ নুন মিশিয়ে নিন৷ সেটিকে ব্যথার জায়গায় চেপে ধরে থাকুন৷
৬. কয়েকটি পুদিনা পাতা ব্যথা দাঁত দিয়ে ধীরে ধীরে চেবাতে থাকুন৷ দেখবেন অনেকটা উপকার পাবেন৷
৭. লেবুর রসও দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে৷ লেবুর এক অংশ ফালি করে কেটে নিন৷ সেটিকে দাঁতে ঘষতে থাকুন দেখবেন উপকার পাবেন৷
৮. অল্প পরিমাণে ভিনিগার তুলোয় ভিজিয়ে ব্যথা দাঁতে চেপে রাখুন৷
৯. এক টুকরো আদা ব্যথা দাঁত দিয়ে চেবাতে থাকুন৷ আদার রসে দাঁত ব্যথা অনেকটা কমবে৷
১০. দাঁতে ব্যথা কমানোর সবচেয়ে জনপ্রিয় টোটকা হল পেয়ারা পাতার রস৷ পেয়ারা পাতায় থাকে অ্যানালজেসিকস নামে একটি উপাদান৷ যা আমাদের দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে৷ ফলে ব্যথা সহজেই কমে যায়৷
পিবিএ/এমআর