বাংলাদেশের জন্য যে বড় সুযোগ দেখছেন প্রধান কোচ

পিবিএ,ঢাকা: বাংলাদেশ দলের দায়িত্ব নিতে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রাত পেরিয়ে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তিনি। সেখানে কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেছেন।

আজ বুধবার থেকেই শুরু হয়েছে ডমিঙ্গোর নতুন মিশন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিষ্যদেরকে নিয়ে কাজ শুরুর আগেই কথা বলেছেন উদ্দেশ্য নিয়ে। গতকাল বিকেলে ঢাকায় পা রাখেন তিনি। কোচও প্রথম দিনের কথোপকথোনে নিজের ইচ্ছে, পরিকল্পনা ও আশার কথা জানাতে ভুল করেননি। কথা বলেছেন মন খুলে।

প্রথম দিনই জানিয়েছেন তিনি অনেক এক্সাইটেড বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার জন্য। মুখিয়ে আছেন নতুন মিশন শুরু করার জন্য। বলেছেন টাইগারদের সম্ভাবনা আর দুর্বলতার কথা। তবে তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় সুযোগ বলে মনে করেন অ্যাশেজের মাধ্যমে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপকে। তিনি জানান, এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করবে।

বাংলাদেশ ৫০ ওভারের ফরম্যাটে যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু ওয়ানডেতে ঠিক যতটা শক্তিশালী টেস্ট ও টি-টোয়েন্টিতে ঠিক ততটা দুর্বল। সাফল্য আসে মাঝেসাঝে। দীর্ঘদিন ধরে কোচিংয়ে জড়িত থাকা ডমিঙ্গোও নিঃসন্দেহে এই ব্যাপারে ওয়াকিবহাল। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন করলেই উলটো প্রশ্ন রাখেন ডমিঙ্গো।

তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ সর্বশেষ টেস্ট ক্রিকেট কখন খেলেছে? যখন জানানো হলো ৬ মাস আগে, তখন এই প্রোটিয়া কোচ বলেন, ‘দেখুন, এত কম ম্যাচ খেলে আসলে উন্নতি সম্ভব না। সাদা বলের ক্রিকেটে উন্নতির জন্য অনেক টেস্ট ক্রিকেট খেলতে হবে। এখন যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ। অনেক টেস্ট সিরিজ খেলা যাবে এর মাধ্যমে। এখানে নজর দিলে উন্নতি করা সম্ভব।’

টাইগাররা এখন ব্যস্ত কন্ডিশনিং ক্যাম্প নিয়ে। আজ তৃতীয় দিনের মতো চলছে এই ক্যাম্প। প্রথম চারদিন বরাদ্ধ ফিটনেসের জন্য। তবুও দুয়েকজন ব্যাটিং-বোলিং করেছেন। মূলত সবার আজ রানিং ছিল। পরিচয় পর্ব ছাড়া তাই কোচেরও আজ কোনো কাজ ছিল না শিষ্যদের নিয়ে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...