‘মার্কিন অফিসাররা প্রথম শ্রেণির নির্বোধ’

পিবিএ ডেস্ক : ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটন এখনও তাদের পাশে আছে- এই বার্তা দিতে গত বুধবার বাগদাদে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো। সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা আসার পর থেকে গোটা পশ্চিম এশিয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। সে কারণেই পম্পেয়োর আচমকা সফর বলে মনে করা হচ্ছে।

পম্পেয়ো বোঝাতে চেষ্টা করছেন, ইরান এবং অন্য জেহাদি গোষ্ঠীগুলো যে ধরনের ভীতি প্রদর্শন করে চলেছে, পশ্চিম এশিয়ার বাকি দেশ যেন তার মুখোমুখি হয়ে যুদ্ধ চালিয়ে যায়। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের দিনেই ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লা আলি খামেনি বিদ্রুপ করে বলেছেন, ‘মার্কিন অফিসাররা প্রথম শ্রেণির নির্বোধ।’ কারও নাম উল্লেখ না করে খামেনি বলেন, ‘কোনও কোনও মার্কিন অফিসার পাগল হওয়ার ভান করেন। আমি মোটেই ওসব বিশ্বাস করি না। আসলে ওরা প্রথম শ্রেণির নির্বোধ।’

পম্পেয়ো ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মেহেদি এবং প্রেসিডেন্ট বারহাম সালেহ’র সঙ্গে দেখা করেন। কিন্তু সাক্ষাতের পরে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি পম্পেয়ো। সালেহ জানান, ‘আইএসকে ইরাকে পর্যুদস্ত করা গেলেও আমেরিকার সমর্থন এখনও প্রয়োজন আমাদের।’

শুধু বাগদাদ নয়, আম্মানে গিয়ে তারপর কায়রো, মানামা, আবুধাবি, দোহা, রিয়াধ, মাসকট এবং কুয়েত সিটিও যাওয়ার কথা রয়েছে পম্পেয়োর। দায়িত্ব নেওয়ার পরে এটাই তার সবচেয়ে লম্বা সফর।

পিবিএ/জিজি

আরও পড়ুন...