মিশরে বন্দুকযুদ্ধে নিহত ১১

পিবিএ ডেস্ক: মিশরের উত্তর সিনাই প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিহত ব্যক্তিরা ‘জঙ্গি’ সংগঠনের সদস্য।

মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশের রাজধানী আল-আইরিশ এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিরা সশস্ত্র হামলা চালাতে আল-আইরিশ অঞ্চলের গোপন আস্তানায় অবস্থান নিয়েছিল। সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই ১১ জন নিহত হয়।

এদিকে অভিযানকালে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি জানায়নি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...