পিবিএ: লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গিয়েছে। বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশের উপর ভরসা করেই বেঁচে রয়েছেন তিনি। নিজের স্বাস্থ্য প্রসঙ্গে সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ্যে এনেছেন অমিতাভ বচ্চন। এমনকী, দীর্ঘ ৮ বছর ধরে তিনি টিউবারকিউলোসিসে (যক্ষারোগ) আক্রান্ত বলেও জানান বলিউডের শাহেনশা।
সম্প্রতি এক স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে খ্যাতনামা চিকিৎসক হর্ষবর্ধনের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই নিজের স্বাস্থ্য সম্পর্কে মুখ খোলেন অমিতাভ। বিগ বি’র কথায়, “আমার লিভারের ৭৫ শতাংশ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আমি এখন ২৫ শতাংশের উপর বেঁচে রয়েছি।” অমিতাভ আরও জানান, ২০০৮ সালে যক্ষারোগের চিকিৎসা হয়েছিল তার। কিন্তু অমিতাভ জানতেনই না যে তার আরও ৮ বছর আগে থেকে সেই রোগ বাসা বেঁধেছিল তার শরীরে। তাই কোনও শারীরিক সমস্যায় ভুগতে থাকলে সেটাকে যেন একেবারেই অবহেলা না করেন কোনও মানুষ, এদিন সেই পরামর্শই দেন অমিতাভ।
ওই অনুষ্ঠানেই অমিতাভ জানিয়েছেন, এই ৭৬ বছরে যা হওয়ার হয়ে গিয়েছে। বিভিন্ন শারীরিক সমস্যায় পড়ে একাধিকবার ভুগতে হয়েছে তাকে। অনেকটা সময়। হেপাটাইটিস-বি এবং যক্ষার মতো কঠিন রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। এখন অবশ্য সেসব অতীত। পুরোপুরি সেরে গিয়ে অনেকটাই ভাল আছেন তিনি।
পিবিএ/এমআই