র‌্যাব-২ এর হাতে ৫ ডাকাত আটক

পিবিএ,ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। সে সময় ডাকাতির সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার র‌্যাব-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২২/০৮/২০১৯ খ্রিঃ তারিখ আনুমানিক ২০.৫০ ঘটিকায় জানতে পারে যে, ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর থানাধীন তেজগাঁও কলেজ গলি সংলগ্ন ইন্দিরা রোডস্থ তিনরাস্তার মোড়ের সামনে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদীসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্তস্থানে র‌্যাবের সদস্যরা উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ কাজল (৩৬), নাজির হাওলাদার (২০), মোঃ সুজন (২৫), মোঃ সাইফুল (২২), মোঃ স্বাধীন শেখ (১৯)দের’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের সুবিধাজনক স্থানে বিভিন্ন লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন...